
ব্যাংকে লেনদেন ৯-৩টা, খোলা থাকবে ৫টা পর্যন্ত
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকের লেনদেন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হবে। আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত। আগামী ২৪ আগস্ট থেকে এই সময়সূচি কার্যকর হবে।
আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ।অপরদিকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়।
এ ছাড়া একই কারণে দেশে দুইদিন (শুক্রবার ও শনিবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানও শুক্র ও শনিবার বন্ধ থাকবে। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করবে গণশিক্ষা মন্ত্রণালয়।